Header Ads

করোনায় একটি মানুষও না খেয়ে থাকবে না-এমপি বাবু

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন- করোনা পরিস্থিতির কারনে এলাকার একটি মানুষও না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন দেশের ৫ কোটি মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনার। সরকারের পর্যাপ্ত খাদ্য মজুদও রয়েছে। খাদ্য নিয়ে দুঃশ্চিন্তার কোন কারন নেই, যেকোন মাধ্যমে হোক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। তিনি করোনা সংক্রমন প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। তিনি রোববার বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে করোনা পরিস্থিতির কারনে পৌরসভার কর্মহীন দুঃস্থ ও অসহায় ২ হাজার ৬ শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র এসএম এমদাদুল হক, পৌর সচিব লিয়াকত আলী, আওয়ামীলীগ নেতা বিভুতি ভ‚ষন সানা, সহকারি শিক্ষা অফিসার ঝংকর ঢালী, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামিম সরকার, যুবলীগ নেতা আকরামুল ইসলাম,জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী ও পৌর ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.