Header Ads

পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষক-কর্মচারীদের ১ দিনের বেতন প্রদান

ক্যাম্পাস প্রতিনিধি :
    করোনাভাইরাস রোগ প্রতিরোধ কার্যক্রমে সহায়তার লক্ষ্যে মানননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেছে পাইকগাছা সরকারি কলেজ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পাইকগাছা সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের ১ দিনের বেতনের ৩৭ হাজার ৩৪৯ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।  উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমনে সারা দেশের বিভিন্ন জায়গায় লকডাউন করা হয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। এসব কর্মহীন নিম্ন আয়ের মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে পাইকগাছা সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ তাদের ১ দিনের বেতনের ৩৭ হাজার ৩৪৯ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হয়েছে। দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব সরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলা লকডাউন করা হচ্ছে। এ অবস্থায় সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্নআয়ের দিনমজুর ও বস্তিবাসীরা।
এসব মানুষকে আর্থিক সহায়তা দেয়ার হাত বাড়িয়েছেন বিভিন্ন পেশাজীবী ও বিভিন্ন সংগঠন। তারা নানাভাবে অসহায় মানুষদের সহায়তা হিসেবে খাদ্যদ্রব্য ও অর্থ বিতরণ করছেন। তার অংশ হিসেবে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এ প্রসংগে পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল জানান-করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমাদের সামান্য এই অর্থ দিয়ে অসহায় দুঃস্থ মানুষের কল্যানে আসতে পেরে আমরা গর্বিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতিষ্ঠানে কর্মরত সকল বিভাগের শিক্ষক, কর্মচারীদের যে তারা বলা মাত্রই আমার হাতে তাদের ১ দিনের বেতন তুলে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.