Header Ads

পাইকগাছায় প্রশাসনের নির্দেশনা অনুসুরন করেই পরিচারিত হচ্ছে মৎস্য আড়ৎদারী ব্যবসায়ীদের কার্যক্রম

স্টাফ রিপোর্টার : পাইকগাছা উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুসরণ করেই পরিচালিত হচ্ছে মৎস্য আড়ৎদারি ব্যবসায়ীদের কার্যক্রম। করোনা সংক্রমন প্রতিরোধে আড়ৎ এর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের কঠোর কিছু নির্দেশনা থাকায় আড়ৎ এ বহিরাগত ব্যবসায়ীদের অনুপ্রবেশ বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশি ব্যবস্থা গ্রহণ ও সমিতির অনুকুলে নিজস্ব স্বেচ্ছাসেবক গঠন করেছে সমিতি কর্তৃপক্ষ। ফলে আড়ৎটি পুনরায় চালুর শুরুতেই কিছুটা বিশৃঙ্খলা দেখা গেলেও গত কয়েকদিন শৃঙ্খলার মধ্যেই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সরেজমিন গিয়ে দেখা যায়। করোনা সংক্রমন প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ন্যয় উপজেলার সকল মৎস্য আড়ৎ (পাইকারি) এর সব ধরনের কার্যক্রম সাময়িক বন্ধ করে দেয়। ফলে বিপাকে পড়েন ব্যবসায়ীসহ উৎপাদনকারি চিংড়ী ও মৎস্য চাষীরা। উল্লেখ্য অত্র এলাকা চিংড়ী ও মৎস্য সম্পদের জন্য সমৃদ্ধ। অত্র উপজেলায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে চিংড়ী চাষ হয়ে থাকে। বছরে উৎপাদন হয়ে থাকে কয়েকহাজার মেট্রিকটন চিংড়ী, কাঁকড়া ও অন্যান্য সাদামাছ। এলাকার সিংহভাগ মানুষের জীবিকা নির্বাহ করে এখানকার মৎস্য সম্পদের উপর। এ অঞ্চলের চিংড়ী ও কাঁকড়া রপ্তানী করে সরকারেরও কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। করোনা পরিস্থিতির কারনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ মার্চ ও পরবর্তী সময় থেকে অন্যান্য ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ন্যয় এলাকার সকল মৎস্য আড়ৎ সাময়িক বন্ধ করে দেয়া হয়। এর ফলে উৎপাদিত চিংড়ী ও মাছ বিক্রয় নিয়ে চরম বিপাকে পড়েন উৎপাদনকারী চাষীরা। কোটি কোটি টাকার মৎস্য সম্পদ নষ্ট হওয়ার উপক্রম হয়। কর্মহীন হয়ে পড়ে আড়ৎদারী সমিতির কয়েকশ ব্যবসায়ী ও শ্রমিক। অতি সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা বিভাগের জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সর মাধ্যমে এলাকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোজ খবর নেন। এসময় প্রধানমন্ত্রী অত্র অঞ্চলের চিংড়ী ও দুধসহ কৃষি পন্য সংরক্ষণে জেলা প্রশাসকদের তাগিদ দেন। প্রধানমন্ত্রীর এ ধরনের নির্দেশনার পর উপজেলা প্রশাসনও এলাকার মৎস্য আড়ৎ পুনরায় চালু করার ব্যাপারে কিছুটা সদয় হন। স্থানীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে মতবিনিময় করেন সমিতির ব্যবসায়ীদের সাথে। কিছু বিধি নিষেধ আরোপ করার মাধ্যমে মৎস্য আড়ৎগুলো পুনরায় চালু করার অনুমোদন দেয়া হয় প্রশাসন থেকে। প্রশাসনের অনুমোদন পেয়ে গত ১৪ এপ্রিল থেকে পাইকগাছা পৌর সদরের মৎস্য আড়ৎদারী সমবায় সমিতিসহ উপজেলার সকল আড়ৎ এর কার্যক্রম পুনরায় শুরু করা হয়। তবে পূর্বে যেভাবে জনসমাগম দেখা যেতো আড়ৎ এ এখন আর তেমন চিত্র নাই। উপজেলা সদরের মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক শাহীন ইকবাল জানান-উপজেলা প্রশাসন থেকে আমাদের উপর যেসব বিধি নিষেধ আরোপ বা দিক নির্দেশনা দেয়া হয়েছে সে অনুযায়ী আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেচাকেনার সময় যাতে অনেক লোকের সমাগম না হয় এবং যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখা যায় এ লক্ষ্যে আমরা আড়ৎ এ পুলিশি ব্যবস্থা নিয়েছি। এছাড়া সমিতির পক্ষ থেকে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি যার মধ্যে বহিরাগত ব্যবসায়ীদের আড়ৎ এ অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। এছাড়া শৃৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক গঠন করেছি, যারা সার্বক্ষনিক শৃঙ্খলার দায়িত্বে থাকে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.