Header Ads

পাইকগাছার রাড়–লী ইউনিয়নে ডাঃ শহীদ উল্লাহ’র পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি :
বি এম এ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পক্ষে খাদ্য সহায়তা, সাবান ও লিফলেট বিতরন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন প্রায় এক লাখের ও অধিক মানুষ। গত ৮ই মার্চ থেকে বাংলাদেশ ও করোনার ছোবলে আক্রান্ত হয়ে  এপর্যন্ত ৩০ জনের প্রানহানি হয়েছে এবং আক্রান্ত ৪৮০ এর অধিক মানুষ। এই রোগের তেমন কোন সুনিদৃষ্ট চিকিৎসা এখন ও পর্যন্ত আবিস্কার না হওয়ায় গণসচেতনতাই এই মহামারী থেকে মুক্তি দিতে পারে। আর সেই লক্ষ্যে শনিবার পাইকগাছা উপজেলার রাড়–লী ইউনিয়নে দরিদ্র জনগনের মাঝে  বিএমএ’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পক্ষে খাদ্য সহায়তা, সাবান ও লিফলেট বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাড়–লী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ গোলদার,  ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম রাজীব আহমেদ রাজু, ছাত্রনেতা আল আমিন গোলদার, রায়হান। অপেক্ষাকৃত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই সহযোগিতা পৌঁছে দেয়া হয়। বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে অধ্যাপক ডাঃ শহীদ উল্ল্যাহ বলেন, সারা দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে আগামী ২/৩ সপ্তাহে এই রোগটি মারাত্মক আকার ধারন করতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলতে পারলে এই রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর সেটা হল সরকার ঘোষিত নির্দেশনা  মেনে নিজ ঘরে অবস্থান করা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং সর্বোপরি পরিস্কার পরিচ্ছন্ন জীবন যাপন করা। তিনি আরও বলেন এসময় হাতে হাত মিলানো, কোলাকুলি করা থেকে বিরত থাকতে হবে এবং জনবহুল এলাকা পরিত্যাগ করতে হবে এনং করোনা সন্দেহ জনক ব্যাক্তি থেকে অন্তত ১ মিটার দূরে অবস্থান করতে হবে এবং মুখে মাস্ক পরতে হবে। ঢাকা, খুলনাসহ দেশের প্রায় ১৭ টি স্থানে এখন করোনা পরীক্ষা হচ্ছে , তাছাড়া প্রতিটা জেলায় এখন এই রোগের চিকিৎসার জন্য সরকার যাবতীয় ব্যাবস্থা গ্রহণ করেছেন সুতারাং আতংকিত না হয়ে সচেতন হওয়া সবচেয়ে জরুরী।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.