Header Ads

পাইকগাছায় করোনা হটলাইন ৩৩৩ তে ফোন করলেই ত্রাণ সামগ্রী পাচ্ছেন দুঃস্থ ও অসহায় ব্যক্তিরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় করোনা পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে নানাভাবে ত্রাণ সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে গণপরিবহন শ্রমিক, ইজিবাইক চালক, সেলুন শ্রমিক, হিজরা সম্প্রদায়, পত্রিকা পরিবেশক ও আবাসন প্রকল্পের বাসিন্দাসহ নানা শ্রেণীপেশার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। এর পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে তৃণমুল পর্যায়ের মানুষের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ চলমান রয়েছে। এছাড়া ফেসবুক, মুঠোফোন ও করোনা হটলাইনে ফোন করলেই ত্রাণ সহায়তা পাচ্ছেন নি¤œ মধ্যবিত্ত ও দুঃস্থ এবং অসহায় ব্যক্তিরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না জানান করোনা পরিস্থিতির কারনে সাধারণ মানুষের দূর্ভোগ বেড়েছে, কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এসব মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের তত্ত¡াবধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণপরিবহন শ্রমিক, ইজিবাইক চালক, সেলুন শ্রমিক, হিজরা সম্প্রদায়, পত্রিকা পরিবেশক ও আবাসন প্রকল্পের বাসিন্দাসহ নানা শ্রেণীপেশার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রাণপন চেষ্ঠা করছি মানুষকে সহায়তা করার জন্য। এমন অনেকেই আছেন যাদের ত্রাণ প্রয়োজন রয়েছে অথচ তারা চাইতে পারছেন না। এমন ব্যক্তিদের জন্য আমরা ফেসবুক ও মুঠোফোনসহ বিশেষ ব্যবস্থা করেছি। কোনভাবেই জানতে পারলে প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করছি। বুধবারও করোনা সহায়তা হটলাইন (৩৩৩) তে ফোন করে এমন একাধিক ব্যক্তিকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। অর্থাৎ করোনা পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য সর্বাত্মক চেষ্ঠা করছি। সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি পর্যায়েও মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনা হটলাইনে ফোন করা ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভ‚মি) মুহাম্মদ আরাাফাতুল আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.