ই্উএনও জুলিয়া সুকায়নাকে নিয়ে লেখা কবিতা "অমূল্য প্লাটিনাম"
নান্দনিক পাইকগাছা উপজেলার নন্দিত উপজেলা নির্বাহী অফিসার জনাব জুলিয়া সুকায়নাকে নিয়ে আমার ক্ষুদ্র উপস্থাপনা-
অমূল্য প্লাটিনাম
মন্ত্রমুগ্ধের মত চেয়ে থাকি,ভাবতেও পারিনা!
বুলবুলের তান্ডব আর করোনার প্রকোপে
তুমি এতই দুর্দমনীয়, এক অকুতোভয় সৈনিক।
ক্লান্ত শরীরেও তোমার মুখে ঝলকানো হাসি
প্রান্ত থেকে প্রান্তরে তোমার অবিরাম ছুটে চলা।
তপ্ত রোদে তৃষ্ণার্ত পথিক যখন স্বস্তির ছায়া খোঁজে
তখনও তোমায় দেখেছি রাস্তার মাঝে দাঁড়িয়ে
জনে জনে সচেতনতা জাগাতে।
দিন শেষে করোনা যুদ্ধে সবাই যখন ক্লান্ত
তখনও তুমি গরীব, দুস্থঃ আর অসহায়ের পাশে।
হে-নির্ভীক নারী,দেখেছি তোমায় ত্রান বিলাতে
রাতের আঁধারেও নিরন্নের বাড়িতে।
গভীর রাতে আমরা যখন ঘুমে আচ্ছন্ন
তখনও তোমার বিরামহীন চেষ্টা সামাজিক সুরক্ষায়।
তোমার মলিনতা বলে দেয় বারে বারে
রাতের ঘুম নিশ্চিন্তে আসেনা তোমার দুয়ারে।
তোমার পাশে থাকা সৎ ও যোগ্য সহকর্মীরা
তোমাকে করেছে আরও সাহসী,উদ্যমী
এক লৌহমানবী, মানবতার সারথি।
হে-মহীয়সী জুলিয়া সুকায়না, নিরাভরণেও তুমি সুন্দর,
তুমিতো নিজেই এক খন্ড অমূল্য প্লাটিনাম।
সুলতানা জাহান
প্রভাষক, ( ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)
পাইকগাছা সরকারি কলেজ
অমূল্য প্লাটিনাম
মন্ত্রমুগ্ধের মত চেয়ে থাকি,ভাবতেও পারিনা!
বুলবুলের তান্ডব আর করোনার প্রকোপে
তুমি এতই দুর্দমনীয়, এক অকুতোভয় সৈনিক।
ক্লান্ত শরীরেও তোমার মুখে ঝলকানো হাসি
প্রান্ত থেকে প্রান্তরে তোমার অবিরাম ছুটে চলা।
তপ্ত রোদে তৃষ্ণার্ত পথিক যখন স্বস্তির ছায়া খোঁজে
তখনও তোমায় দেখেছি রাস্তার মাঝে দাঁড়িয়ে
জনে জনে সচেতনতা জাগাতে।
দিন শেষে করোনা যুদ্ধে সবাই যখন ক্লান্ত
তখনও তুমি গরীব, দুস্থঃ আর অসহায়ের পাশে।
হে-নির্ভীক নারী,দেখেছি তোমায় ত্রান বিলাতে
রাতের আঁধারেও নিরন্নের বাড়িতে।
গভীর রাতে আমরা যখন ঘুমে আচ্ছন্ন
তখনও তোমার বিরামহীন চেষ্টা সামাজিক সুরক্ষায়।
তোমার মলিনতা বলে দেয় বারে বারে
রাতের ঘুম নিশ্চিন্তে আসেনা তোমার দুয়ারে।
তোমার পাশে থাকা সৎ ও যোগ্য সহকর্মীরা
তোমাকে করেছে আরও সাহসী,উদ্যমী
এক লৌহমানবী, মানবতার সারথি।
হে-মহীয়সী জুলিয়া সুকায়না, নিরাভরণেও তুমি সুন্দর,
তুমিতো নিজেই এক খন্ড অমূল্য প্লাটিনাম।
সুলতানা জাহান
প্রভাষক, ( ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)
পাইকগাছা সরকারি কলেজ
কোন মন্তব্য নেই